হ্যামস্টার হুইলে আটলান্টিক পাড়ি দিতে যেয়ে গ্রেপ্তার হল রেজা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৪৪ বছর বয়সী রেজা বালুচি নামে এক ব্যক্তি বিশাল ‘হ্যামস্টার হুইলে’ চড়ে আটলান্টিক পাড়ি দিতে যেয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

জর্জিয়ার তিবি দ্বীপ থেকে হ্যামস্টার হুইল সহ রেজাকে গ্রেপ্তার করে কোস্টাগার্ড। রেজার বিরুদ্ধে আটলান্টিক পাড়ি দিতে যেয়ে অনিরাপদ যাত্রার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে এধরনের অভিযান অপরাধের পর্যায়ে পড়ে।

রেজা এধরনের অভিযানের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়নি বা তার হ্যামস্টারের জন্যে কোনো রেজিষ্ট্রেশন ছিল না।

এমনকি অভিযানে বাধা দিলে রেজা বালুচি তার কাছে রাখা একটি ছুরির সাহায্যে আত্মহননের হুমকি দেয়।

রেজা এর আগেও ২০১৪, ২০১৬ ও ২০২১ সালে একই ধরনের অভিযান শুরু করলেও কোস্টাগার্ডের বাধায় তা সম্ভব হয়ে ওঠেনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news