ব্লিঙ্কেনের সফরের পরই রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে, নিহত ১৭

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের ‘শান্তিপূর্ণ শহর’ কোস্ত্যন্তিনিভকাতে ‘ইচ্ছাকৃত’ হামলার নিন্দা করেছেন। বুধবার দিনের মাঝামাঝি ওই শহরের একটি ব্যস্ত বাজারের রাস্তায় ঘটে যাওয়া বিস্ফোরণে একজন শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়। আহত হয়েছেন ৩৮ জন। 

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামলার শিকার এই কোস্ত্যন্তিনিভকা শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধে ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত। সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে শহরের একটি রাস্তার শেষ প্রান্তে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে যেখানে লোকেরা কেনাকাটা করছিল। অবশ্য হামলার বিষয়ে রাশিয়া এখনও কোনও মন্তব্য করেনি।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলতি সফরে ১শ কোটি ডলার সাহায্য ঘোষণা করেন ইউক্রেনের জন্য। যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিক ও সেনার প্রয়োজনে ওই অনুদান ঘোষণা করেন ব্লিঙ্কেন। এর পর বুধবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের মাটিতে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই নিয়ে চতুর্থবার ইউক্রেন সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। হামলার পরেই কিয়েভ থেকে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি। তার বক্তব্য, জেনে বুঝেই সাধারণ নাগরিকের বসতি এলাকায় হামলা চালানো হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news