কিম-পুতিন বৈঠকের প্রস্ততির আগে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
রাশিয়া সফরে রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে বুধবার (১৩ সেপ্টেম্বর) ‘অজ্ঞাতনামা এ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। তবে তারা এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।
জাপানও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি সনাক্ত করেছে। দেশটির উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রটি দৃশ্যত সাগরে পড়েছে।
উত্তর কোরিয়ার পারমানবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০১৭ সাল থেকে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা অমান্য করে পিয়ংইয়ং একের পর এক ব্যালেস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


