অস্ত্র নিয়েই মুলত আলোচনা হবে পুতিন-কিমের বৈঠকে: পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র বলেছেন, তাদের এ আলোচনা ‘অপ্রয়োজনীয় ইউক্রেন যুদ্ধকে আও দীর্ঘায়িত করবে’। 

মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার সাংবাদিক সম্মেলনে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠকের আলোচনার মূল বিষয়ই হবে অস্ত্র। আর রাশিয়াকে অস্ত্র সরবরাহের অর্থ হবে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করা।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার বিরল সফরে মঙ্গলবার রাশিয়া পৌঁছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বিষয়টি নিশ্চিত করেছেন বলে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে। 

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিম রাশিয়ার পূর্বাঞ্চলীয় নগরী উসুরাইস্ক যাওয়ার পথে সীমান্ত শহর খাসান অতিক্রম করেছেন। 

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা জানায়, রোববার সন্ধ্যায় বিশেষ ট্রেনে করে কিম রাশিয়ার পথে রওয়ান হন। এ সফরে সিনিয়র বেসামরিক ও সামরিক নেতারা তার সঙ্গে রয়েছেন। এর আগে ২০১৯ সালে কিম রাশিয়া সফর করেছিলেন।

রাশিয়ার ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকনোমিক ফোরামের বৈঠক,২০২৩ এ কিম যোগদান করবেন বলে মনে করা হচ্ছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্তু এ বৈঠক চলার কথা। 

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিওন-হা-কিওন বলেছেন, সিউল কিমের এ সফর ও তার আলোচনার বিষয়ের প্রতি গভীরভাবে নজর রাখছে।

কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম বলেছেন যে, তার রাশিয়া সফরে দুই দেশের ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ সম্পর্কের বিষয়টি প্রকাশ পেয়েছে। এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এখন এক ‘নতুন উচ্চতর পর্যায়ে’ উপনীত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news