বাইডেন ফের প্রেসিডেন্ট হতে অতটা বৃদ্ধ নন তবে ‘মোটামুটি অযোগ্য’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৭৭ আর দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০। ট্রাম্প এক সাক্ষাৎকারে মেগিন কেলিকে বলেন বাইডেন খুব বেশি বৃদ্ধ নন, বিশেষ করে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে।
তবে মার্কিনীদের অনেকেই ট্রাম্প কিংবা বাইডেনের মত প্রেসিডেন্ট প্রার্থীদের ক্রমবর্ধমান বয়স নিয়ে উদ্বিগ্ন। এমন ধারণা পোষণ করেন কংগ্রেসের অন্যান্য নেতারা।
একটি জরিপ বলছে তিন-চতুর্থাংশেরও বেশি আমেরিকানরা মনে করেন যে ৮০ বছর বয়সী বাইডেন আরও চার বছর হোয়াইট হাউসে কাজ করার জন্য খুব বেশি বয়সী।
কিন্তু ট্রাম্প বলছেন, আমার অনেক বন্ধু আছে যারা ৮০ কিংবা ৯০ বছর বয়সে পা দিয়েছেন কিন্তু তারা এখনো তীক্ষ্ণ এবং সক্ষম। - যেমন ৯৪ বছর বয়সী ব্যবসায়ী বার্নি মার্কাস। ট্রাম্প বলেন উইনস্টন চার্চিল ৮০ বছর বয়স পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, সেই সময়ে তিনি স্ট্রোক সহ একাধিক স্বাস্থ্য সমস্যার কারণে পদত্যাগ করেছিলেন।
বাইডেন যদি আগামীতে প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হন তবে তিনি ৮২ বছর বয়সে সবচেয়ে বয়স্ক অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্ট হওয়ার রেকর্ডটি ভেঙে ফেলবেন।
বাইডেনের পর ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রবীণ প্রেসিডেন্ট।
ট্রাম্প আরো বলেন, বয়স আকর্ষণীয়, কারণ কিছু লোক খুব তীক্ষ্ণ এবং কিছু লোক ৪০ এবং ৫০ বছর বয়সেও অক্ষম হয়ে পড়েন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


