ইউক্রেনের শস্যের উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া
ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচ দেশকে ইউক্রেন থেকে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় কমিশন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ ঘোষণার পরপরই ইউরোপের এই দেশ তিনটি ইউক্রেনের শস্য আমদানি বন্ধ রাখার কথা জানান দিলো।
গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন পাঁচটি দেশ তাদের অভ্যন্তরীণ বাজারে ইউক্রেন থেকে আমদানি করা গম, ভুট্টা, শর্ষে ও সূর্যমুখীর বীজ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় কমিশন। তবে এসব দেশ হয়ে অন্য দেশে ইউক্রেনের শস্য রপ্তানি করা যাবে। দেশ পাঁচটি হলো - পোল্যান্ড, বেলজিয়াম, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়া।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, এই পাঁচ দেশের জন্য ইউক্রেনের শস্যের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। তাই চাইলে এসব দেশে ইউক্রেন থেকে আমদানি করা শস্য বিক্রি করতে পারবে। কিন্তু এরপরও পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি সরকার জানিয়েছে, তাদের দেশে ইউক্রেনের শস্য বিক্রি করা হবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


