শরীরে ৬৬৭ বার মেয়ের নাম ট্যাটু করে বাবার বিশ্বরেকর্ড

তিনি ইংল্যান্ডের বাসিন্দা ৪৯ বছরের মার্ক ওয়েন ইভান। ২০১৭ সালেও মার্ক রেকর্ড তৈরি করেছিলেন। সে সময় তিনি পিঠে তার মেয়ে লুসির নাম ২৬৭ বার লিখিয়েছিলেন। একই নামের ট্যাটুর জন্য মার্কের নাম উঠেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। কিন্তু ২০২০ সালে মার্কের সেই রেকর্ড ভেঙে দেন দিয়েদ্রা ভিগলি নামে এক নারী। তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। দিয়েদ্রা নিজের নামের ৩০০টি ট্যাটু করিয়েছিলেন। ফলে রেকর্ড হাতছাড়া হয়ে যায় মার্কের।

হাল ছাড়ার পাত্র ছিলেন না মার্ক। নিজের হারানো উপাধি ফিরে পেতে মরিয়া ছিলেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু পিঠে তো আর জায়গা নেই। অগত্যা দু’পায়ে ৪০০টি ট্যাটু করিয়ে ফেলেন মার্ক। এরপর উচ্ছ্বসিত হয়ে মার্ক বলেন, ‘রেকর্ড ফিরে পাওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা আমি আমার মেয়েকে উৎসর্গ করলাম।’

জানা গেছে, দু’জন ট্যাটু শিল্পী মিলে এক ঘণ্টা ধরে ট্যাটুগুলো করেছেন। এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের কোনো পরিকল্পনা নেই মার্ক ও তার স্ত্রীর। তবে ভবিষ্যতে যদি তাদের আবার সন্তান হয়, তাহলে এই ট্যাটু দিয়ে আরো বড় কোনো কাণ্ড ঘটাবেন মার্ক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news