গুগলের সহপ্রতিষ্ঠাতার বিবাহবিচ্ছেদ, কারণ ইলন মাস্কের সঙ্গে স্ত্রীর সম্পর্ক
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও তার স্ত্রী নিকোল শানাহানের বিচ্ছেদ ঘটেছে। গত মে মাসে তাদের এ বিবাহবিচ্ছেদ হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে সম্প্রতি। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নিকোলের ‘সম্পর্ক’ আছে জানার পরই বিবাহবিচ্ছেদ ঘটান ব্রিন।
আদালতে দাখিল হওয়া নথির বরাতে বলা হয়, গত ২৬ মে নিকোলব্রন দম্পতির বিচ্ছেদ হয়। এই দম্পতির চার বছর বয়সী একটি মেয়ে আছে। তার আইনিসহ সব দায়িত্ব দুজনের ওপর থাকবে। নিকোল ছিলেন ব্রিনের দ্বিতীয় স্ত্রী। ২০১৫ সালে প্রথম স্ত্রী অ্যান ওজসিস্কির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ওই বছরই নিকোলের সঙ্গে সম্পর্কে জড়ান ব্রিন। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
বিয়ের তিন বছরের মাথায় ২০২১ সালে আলাদা হয়ে যান ব্রিন ও নিকোল। পৃথক জায়গায় বাস করতেও শুরু করেন তারা। আলাদা থাকা শুরু করার এক মাসের মাথায় ব্রিন বিবাহবিচ্ছেদের আবেদন করেন। বিচ্ছেদের আবেদন করার আগে গুঞ্জন ওঠে ব্রিনের ‘বন্ধু’ ইলন মাস্কের সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়েছেন নিকোল। তবে নিকোল ও ইলন মাস্ক উভয়ই তাদের মধ্যে এমন সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করছেন।
এর কিছুদিন পর মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনামে বলা হয়, ‘ব্রিনের স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের জেরে মাস্ক ও ব্রিনের বন্ধুত্বের অবসান’।
গত ২৫ জুলাই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন, তাতে মাস্ক বলেন, ‘সের্গেই ও আমি এখনো বন্ধু। গত রাতেও আমরা একসঙ্গে পার্টি করেছি। গত তিন বছরে নিকোলের সঙ্গে আমার মাত্র দুবার দেখা হয়েছে। দুবারই অনেক লোকের মধ্যেই আমাদের সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে প্রণয়ঘটিত কোনো সম্পর্কের বিষয়ই নেই।’ ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করে একই মাসে নিকোলও বক্তব্য দেন। তিনি বলেন, মাস্কের সঙ্গে তার প্রণয়ঘটিত কোনো সম্পর্ক নেই। তাঁদের মধ্যে কোনো সম্পর্ক ছিলও না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


