মিসরে বিরোধী দলের নেতার ৬ মাসের কারাদণ্ড

মিসরের উদারপন্থী বিরোধী নেতা হিশাম কাসেমকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর তথ্য ছড়ানোর চেষ্টার অভিযোগে এ দণ্ড দেওয়া হয়েছে।

তার আইনজীবী ও দলের এক শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যেন অংশ নিতে না পারেন, সে জন্যই এ সাজা দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আগামী মাসে আপিল করা হবে বলে জানিয়েছেন হিশামের আইনজীবী নাসির আমির।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news