নিখোঁজ এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলল সাউথ ক্যারোলিনায়
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিখোঁজ হওয়া একটি এফ-৩৫ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট যুদ্ধবিমান থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়।
রোববার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আকাশে যুদ্ধবিমান নিয়ে উড়ছিলেন পাইলট। নাম প্রকাশ না করা পাইলট প্যারাশুট নিয়ে নিরাপদে অবতরণ করেছেন। তিনি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
কী ঘটেছে তা স্পষ্ট নয়। তবে কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিমানটি কোনও দুর্ঘটনায় পড়ে থাকতে পারে।
এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাণ করেছে লকহিড মার্টিন কোম্পানি। একেকটি উড়োজাহাজের মূল্য প্রায় ৮০ মিলিয়ন ডলার। এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান।
যুদ্ধবিমানটি মাঝ আকাশে হারিয়ে যাওয়ার পরদিন সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা সাউথ ক্যারোলিনায় বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
এর আগে মাঝ আকাশে হারিয়ে যাওয়া এই ফাইটার জেটের সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছিল সামরিক বাহিনী।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘জয়েন্ট বেইজ চার্লসটন এবং এমসিএবিউফোর্টএসসি-এর কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উইলিয়ামসবার্গ কাউন্টিতে একটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। ধ্বংসাবশেষটি জয়েন্ট বেইজ চার্লসটন থেকে উত্তর-পূর্বে দুই ঘণ্টার দূরত্বে আবিষ্কৃত হয়েছে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


