ইউক্রেনে পাচ্ছে মার্কিন আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান: বাইডেন

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেছেন, এসব অস্ত্র রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ধীর গতিতে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভের বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে। সূত্র:এএফপি/বাসস।

জো বাইডেন হোয়াইট হাউসে ইউক্রেনের নেতা জেলেনস্কিকে আরও বলেন, ‘আপনি রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে আপনার পাশে দাঁড়ানো নিশ্চিত করবেন।’ খবরে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রে জেলেনস্কির এটি দ্বিতীয় সফর।

আরো সামরিক সহায়তার জন্য ওয়াশিংটন সফরকালে জেলেনস্কি ওভাল অফিসে বাইডেনকে বলেন, ইউক্রেনের জনগণ ‘রাশিয়ার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার ব্যাপকভাবে প্রশংসা করে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news