নিখোঁজ দুই মেইতেই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

মণিপুরের পাহাড়ি জঙ্গল থেকে দুই মেইতেই শিক্ষার্থীর সামাজিক মাধ্যমে মৃতদেহের ছবি প্রকাশ্যে আসতেই পরিস্থিতির আবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। রাজ্য মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ও আশ্বাস দিয়েছেন। 

পুলিশ সূত্রে বলা হয়েছে, গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিলেন বছর সতেরোর ছাত্রী হিজাম লিনথোয়িংগাম্বি এবং বছর কুড়ির ফিজাম হেমজিত। তাদের দু’টি ছবি প্রকাশ্যে এসেছে। একটি ছবিতে দেখা গিয়েছে জঙ্গলের একটি ফাঁকা জায়গায় বসে রয়েছে তারা। দুই শিক্ষার্থীর ঠিক পিছনে দু’জন সশস্ত্র ব্যক্তিকেও দেখা যাচ্ছে। আর দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে জঙ্গলে দুই শিক্ষার্থীর  মৃতদেহ পড়ে রয়েছে। দুই শিক্ষার্থীকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, জুলাই থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীর ছবি সরকারের কাছে এসেও পৌঁছেছে। এই অপহরণ এবং খুনের ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই এবং রাজ্য পুলিশকে। যৌথ ভাবে এই ঘটনার তদন্ত করবে তারা। অপহরণ এবং হত্যার নেপথ্যে কাদের হাত রয়েছে, সেই সব অভিযুক্তকে খুঁজে বার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই হত্যার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। একই সঙ্গে সরকারের তরফে রাজ্যবাসীদের কাছে আবেদন করা হয়েছে, তারা যেন আইন নিজেদের হাতে তুলে না নেন এবং এই ঘটনায় আসল দোষীদের খুঁজে বার করতে তদন্তকারী দলকে সাহায্য করেন।

পুলিশ বলেছে, এই দুই শিক্ষার্থীকে শেষ দেখা গিয়েছিল বিষ্ণুপুর জেলায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সশস্ত্র দুষ্কৃতীরা দুই শিক্ষার্থীকে বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার সীমানা থেকে অপহরণ করেছিল। ইতোমধ্যেই এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নিখোঁজ হওয়ার পর দু’মাসেরও বেশি সময় কেটে গেলেও শিক্ষার্থীদের কেন উদ্ধার করা যায়নি, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন মেইতেইরা।

news