থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কার চাওয়ায় ৪ বছরের জেল

রাজতন্ত্রের সংস্কার দাবি করার দায়ে থাইল্যান্ডের বিশিষ্ট রাজনৈতিক কর্মী আরনন নাম্পাকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

২০২০ সালে এক বিক্ষোভের সময় রাজতন্ত্রের বিরুদ্ধে মন্তব্য করার জন্য ব্যাংকক আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। থাইল্যান্ডের রাজতন্ত্রের মর্যাদা রক্ষায় ‘লেইজ মেজেস্তি’ আইন অনুসারে, রাজতন্ত্রকে হেয় করে মন্তব্য করা অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি কঠোর কারাদণ্ড। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ায় এ আইনের প্রয়োগ ব্যাপক বেড়ে যায়।

চলতি বছরের মে মাসে সাধারণ নির্বাচন শেষে আইনটি নিয়ে ব্যাপক আলোচনার পর আরননের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয়। 

news