মোদীকে হত্যা ও ক্রিকেট বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছেন খালিস্তানি নেতা পান্নু  

টিভি নাইন নেটওয়ার্কের নির্বাহী সম্পাদক আদিত্য রাজ কাউল এক্স বার্তায় লিখেন খালিস্থানি নেতা গুরবন্ত সিং পান্নু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউকের একটি নাম্বার থেকে হত্যার হুমকি দিয়েছেন।  

একইসঙ্গে পান্নু কানাডার ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় ভার্মাকে হত্যার হুমকি দিয়েছে। 

কাউল লিখেন, আগামী ৫ অক্টোবর গুজরাটে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে পান্নু। পান্নু লিখেন টেলিফোন নাম্বারটি সনাক্ত করেছে ভারতীয় গোয়েন্দারা।

news