মার্কিন অ্যাব্রাহাম ট্যাঙ্কগুলো ‘পুড়ে ছাই’ হবে: ক্রেমলিন

ক্রেমলিন মঙ্গলবার বলেছে, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ও আব্রাহাম ট্যাংক সরবরাহ করলেও যুদ্ধক্ষেত্রের চিত্র একটুও বদলাবে না। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা প্রতিদিনই নতুন ধরনের অস্ত্র ব্যবহার করছে। 

ইউক্রেনে আগত মার্কিন নির্মিত অ্যাব্রাহাম ট্যাঙ্কগুলোকে ‘পুড়িয়ে’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। দিমিত্রি পেসকভ আরো বলেছেন, ‘এ ট্যাঙ্কগুলো এসভিও (বিশেষ সামরিক অভিযান) এর সারমর্ম এবং এর ফলাফলকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। যুদ্ধক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে এমন কোনো ওষুধ বা অস্ত্র নেই। আব্রাহাম ট্যাঙ্কগুলো গুরুতর অস্ত্র, কিন্তু...এগুলোও পুড়ে যাবে।’

ইউক্রেনের প্রেসিডেন্টর জেলেনস্কি বলেছেন, ট্যাঙ্কগুলি ব্রিগেডকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হবে, যখন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কাইল বুদানভ দাবি করেছেন, সেগুলো ‘ব্রেকথ্রু অপারেশন’ এ মোতায়েন করা হবে।

news