সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্রের সঙ্গে ভিসার প্রয়োজনীয়তা দূর করার সম্ভাবনা খতিয়ে দেখছে দেশটি।

ইরানের রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

কানানি বলেন, বিষয়টি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে। এ বিষয়ে বেশ কিছু পরিকল্পনা ও ধারণা রয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সব দিক খতিয়ে দেখে একটি সিদ্ধান্ত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

গত মার্চে সৌদি আরব ও ইরান চীনের বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু এবং দুই মাসের মধ্যে তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করার বিষয়ে একটি ভিত্তিহীন চুক্তিতে উপনীত হয়।

গত 6 এপ্রিল দুই দেশ আনুষ্ঠানিকভাবে অবিলম্বে কূটনৈতিক সম্পর্ক শুরু করার ঘোষণা দেয়।

2016 সালের শুরুর দিকে সৌদি আরব ইরানের একজন শিয়া ধর্মযাজকের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

news