ইউক্রেনের ড্রোন হামলায় রুশ গণমাধ্যম স্পুটনিক সাংবাদিকের শিশু সন্তান নিহত

বুধবার রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের হামলায় স্পুটনিক আফগানিস্তানের এক প্রযোজকের চার বছরের শিশু ও শ্বশুর-শাশুড়ি নিহত হন।

ওই হামলায় খাইবার আকিফি ও তার স্ত্রী ওলেসিয়া আহত হয়েছেন বলে মস্কোয় তার নিয়োগকর্তারা জানিয়েছেন। তাদের মৃত কন্যার নাম আমিনা।

'রোশিয়া সেগডন্যা' মিডিয়া গ্রুপের প্রধান দিমিত্রি কিসেলিয়োভ আরআইএ নভোস্তিকে বলেন, আমাদের স্টাফ সদস্য খয়বর আকিফি হামলায় গুরুতর আহত হয়েছেন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
এ ঘটনায় আকিফির পরিবার তিন সদস্যকে হারিয়েছে, কিশলয়ভ বললেন, একে 'বিশাল দুর্ঘটনা' বলা হচ্ছে, তাঁর স্ত্রীর বাবা-মাও মারা গিয়েছেন এই হামলায়।

বেলগোরোড অঞ্চলের স্বাস্থ্য বিভাগের প্রধান আন্দ্রে ইকনিকোভ বৃহস্পতিবার টেলিগ্রামে বলেন, 'সাংবাদিকের অবস্থা এখনও আশঙ্কাজনক। আকিফির অবস্থা এখনও 'অস্থির'। তিনি জানান, চিকিত্সাকর্মীরা তার জীবন বাঁচাতে সব কিছু করছেন এর আগে ওই অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকোভ জানান, আকিফির শ্বাসনালী, উপরের ও নিচের প্রান্ত পুড়ে গেছে এবং তিনি কোমায় রয়েছেন।

সাংবাদিকের স্ত্রী ওলেসিয়া বেলগোরোড স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রভাষক এর আগে গ্লাডকভ বলেছিলেন, তাঁর অবস্থা 'গুরুতর'।
 

news