পররাষ্ট্রমন্ত্রীর পর চীনে এবার অপসারিত হলো প্রতিরক্ষামন্ত্রী
মঙ্গলবার আচমকাই দেশের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের সরকারি প্রচার মাধ্যম জানিয়েছে, জেনারেল লি বিগত দু’মাস যাবত সরকারি কাজ থেকে দূরে ছিলেন। প্রকাশ্যেও আসেননি এই দু’মাস। মঙ্গলবার তাকে সরিয়ে দেওয়ার সরকারি নির্দেশ জারি হয়েছে।
তার স্থানে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে চীনা গণমাধ্যম জানিয়েছে। সুতরাং চীনে এখন কোনো প্রতিরক্ষামন্ত্রী নেই বলা যেতে পারে। লি শাংফুকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শি জিনপিং নিয়োগ দিয়েছিলেন তিনি তৃতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর।
উল্লেখ করার বিষয় হলো, এ বছর জুলাইয়ে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী কুইন গ্যাংকে। তার আগেও পদ হারিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী। প্রতিবারই আচমকা সরানোর সিদ্ধান্ত জানানো হয়। লি অপসারিত হওয়ার আগে লোকচক্ষুর অন্তরালে ছিলেন। চীনের সরকারি টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, চীনের সর্বোচ্চ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস দুই মন্ত্রীর অপসারণ অনুমোদন করেছে। কিন্তু অপসারণের কারণ জানানো হয়নি।
দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সরানোর সিদ্ধান্ত চীনে শি জিনপিংয়ের নেতৃত্ব নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। গতমাসে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব শি’র কার্যধারা নিয়ে নানা প্রশ্ন তোলেন। তারা মনে করেন ‘বেল্ট অ্যান্ড রোড’-এর মতো বিপুল অর্থ বিনিয়োগের প্রকল্প দেশকে আর্থিকভাবে দেউলিয়া করে দিতে পারে। গত সপ্তাহেই ওই প্রকল্পের এক দশক ধূমধাম করে বেজিংয়ে পালন করেছেন শি। একশোটির বেশি দেশের প্রতিনিধিকে বেজিংয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। বেল্ড অ্যান্ড রোড প্রকল্প হলো চীনের বাণিজ্য স্বার্থকে সামনে রেখে বিশ্বজুড়ে যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলার কর্মসূচি। এরজন্য বিভিন্ন দেশে চীন নিজেদের অর্থে সেতু, এক্সপ্রেসওয়ে, বন্দর, গভীর সমুদ্র বন্দর, বিমানবন্দর তৈরি করছে। শি বিরোধীদের অভিযোগ এর ফলে বহু দেশ চীনের ঋণের ফাঁদে পড়ছে ঠিকই কিন্তু দেশের অর্থনীতি বেহাল হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ৬৫ বছর বয়সি সেনাকর্তা তথা প্রতিরক্ষামন্ত্রী লি মাস দুয়েক যাবত উধাও ছিলেন। যুদ্ধাস্ত্র কেনাকাটায় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


