যুদ্ধের সময়ে ইসরায়েল প্রধানমন্ত্রীর ছেলের সমুদ্র বিলাস, সমালোচনার ঝড়
ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩ লাখেরও বেশি রিজার্ভ সৈন্য জড়ো করেছে। অনেকেই বিদেশ থেকে ফিরে যুদ্ধে যোগ দিলেও প্রধানমন্ত্রীর ছেলে ফুরফুরে মেজাজে। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলে দেখে ক্ষুব্দ হয় ইসরায়েলের সৈনিকরা।
যুদ্ধে যোগ দেয়া এক তরুণ ইসরায়েলি সৈনিক বলেন, ‘ইয়াইর মিয়ামি বিচে মজা করছে আর আমি যুদ্ধের সামনের কাতারে।’ তিনি আরও বলেন, ‘আমার বাচ্চা, পরিবার, কাজ ফেলে যুদ্ধ করছি দেশকে বাঁচাতে কিন্তু যারা এই সংঘাতের জন্য দায়ী তারা নয়।’
ইসরাইলের জনসংখ্যা কম হওয়ায় ৪০ বছরের নীচে সবাইকেই যুদ্ধের প্রশিক্ষণ নিতে হয় এবং প্রয়োজনে যোগ দিতে হয়। ইয়াইরের বয়স ৩২ বছর।
আরেক সৈনিক বলেন, ‘আমি তো যুক্তরাষ্ট্রে আমার সবকিছু ফেলে চলে এসেছি। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে কৈ? এই সময়ে আমাদের সবারই তো এখানে থাকা উচিৎ।’
ইয়াইর ফেইসবুকে অনবরত মুসলিম বিদ্ধেষী মন্তব্য করে সমালোচিত। ইয়াইর আরো বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাহসী হয়ে সমালোচিত হলেও যুদ্ধে তাকে দেখা যাচ্ছেনা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


