যুক্তরাষ্ট্রে নাইটক্লাব ও ওয়ালমার্টে বন্দুকধারীর গুলি, নিহত ২২ 

 যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউসটন এলাকায় বুধবার বন্দুকধারী এ হামলা চালায়। এতে আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। 

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। দ্য সান সাময়িকীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লিউসটন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এই হামলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজখবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন। মেইন অঙ্গরাজ্যের পুলিশ ও কাউন্টি শেরিফ এর আগে বুধবার রাতে একজন বন্দুকধারীর অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

লিউস্টোন শহরের পুলিশ জানিয়েছে ,হামলাকারীর নাম রবার্ট কার্ড। সে পলাতক রয়েছে। পুলিশ তার সন্ধান করছে। এরআগে অ্যানড্রোসকগিন কাউন্টির শেরিফের কার্যালয় বাদামি বর্ণের ঢিলা শাট ও গাঢ় ধুসর রংয়ের কম্বাট প্যান্ট পরা এবং কাধে রাইফেলসহ  শশ্রুমন্ডিত সন্দেহভাজন হামলাকারীর ছবি ফেসবুকে পোস্ট করে। এ মার্কিন শহরটিতে প্রায় ৩৯ হাজার মানুষ বাস করে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী রবার্ট কার্ড সশস্ত্র ও বিপজ্জনক অবস্থায় আছে মনে করা হচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news