ইসরায়েল থেকে রাশিয়ায় আসা বিমানে হামলা, ইহুদিদের খোঁজে তল্লাশি
টানা চার সপ্তাহ ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবিরাম এই হামলায় ইতোমধ্যেই ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ দানা বাঁধছে।
ইসরায়েল থেকে একটি বিমান পৌঁছানোর পর ওই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এসময় তারা ইহুদিবিরোধী নানা স্লোগান দেন এবং তেল আবিব থেকে আসা লোকজনের খোঁজ করেন। এমনকি বিমানবন্দরের বাইরে গাড়িতে তল্লাশি চালিয়েও ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাশিয়ার দাগেস্তান বিমানবন্দরে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ইসরায়েলি বিমান আসার খবরে দাগেস্তান বিমানবন্দরে হামলাকারী বিক্ষুব্ধ জনতা ইহুদিবিরোধী এবং ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন। ওই হামলার পর ‘সমস্ত ইসরায়েলি নাগরিক এবং সমস্ত ইহুদিদের’ রক্ষা করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল।
হামলার বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাশিয়ার দাগেস্তানের মাখাচকালার বিমানবন্দরের রানওয়েতে দৌড়ে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা বিমানটিকে ঘিরে ফেলেন। এসময় তারা তেল আবিব থেকে আসা লোকজনকে খুঁজছিলেন। রাশিয়ার এভিয়েশন এজেন্সি জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত বিমানবন্দরটি ‘অস্থায়ীভাবে বন্ধ’ থাকবে।
বিমানবন্দরে হামলার বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকশ বিক্ষুব্ধ লোক বিমানবন্দর টার্মিনালে হামলা চালাচ্ছে। তাদের মধ্যে কিছু লোক ফিলিস্তিনি পতাকা সাথে রেখেছিলেন এবং তারা সবাই ‘আল্লাহু আকবর’স্লোগান দেন।
কাস্পিয়ান সাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত উত্তর ককেশাসের প্রধানত মুসলিম রাশিয়ান প্রজাতন্ত্র দাগেস্তানে প্রায় ৩১ লাখ মানুষ বসবাস করে। দাগেস্তান সরকার বলেছে, বিমানবন্দরে হামলার ঘটনায় বিশৃঙ্খলার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি