হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে। বৈঠকে গাজায় ইসরায়েলের স্থল অভিযান ও ফিলিস্তিনের মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা হবে।
নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েল ইস্যুতে নির্বাচিত যে দশ সদস্য কাজ করছে, তার মধ্যে আরব প্রতিনিধি হলো সংযুক্ত আরব আমিরাত। এখন এই বিষয়টিই সবচেয়ে বেশি আলোচিত। নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে এ পর্যন্ত চারটি প্রস্তাব প্রত্যাখান হয়েছে। একটি যুক্তরাষ্ট্রের ভেটোতে, একটি চীন ও রাশিয়ার ভেটোতে এবং আর দুটি প্রস্তাব বাতিল হয়েছে ন্যূনতম নয় ‘হ্যাঁ’ ভোট পাওয়ার অভাবে।
নিরাপত্তা পরিষদে প্রথমে পশ্চিম সাহারা এবং তারপর কলম্বিয়া নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর।
অবরুদ্ধ গাজায় মানবিক কারণে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। প্রস্তাবটির পক্ষেই সমর্থন জানিয়েছে বেশির ভাগ দেশ। এখানে কোনো ভেটো নেই। গত মঙ্গলবার প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করে আরব রাষ্ট্রগুলো। এরপরই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মানবিক কারণে যুদ্ধবিরতি পক্ষে ভোট দেন ১২০টি দেশের প্রতিনিধিরা। ভোটদানে বিরত ছিল ভারতসহ ৪৫টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১৪টি দেশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


