পেপসির বোতলে ফিলিস্তিনি ঐতিহ্যের নকশার প্রতিবাদ 


ফিলিস্তিনি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকো। এরই মধ্যে পেপসির বেশ কিছু নতুন ডিজাইনের বোতল এবং ক্যান বাজারে এসেছে। এসব বোতল এবং ক্যানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। 

তবে পেপসিকোর এমন পদক্ষেপকে ভালভাবে নিচ্ছে না ফিলিস্তিনিরা। তারা বলছে, পেপসির বিরুদ্ধে যে বয়কট আন্দোলন চলছে, তা ঠেকাতেই এই ‘কৌশল’ নিয়েছে প্রতিষ্ঠানটি।

মার্কিন কোম্পানি পেপসিকো ২০১৮ সালে ইসরাইলি কোমল পানীয় কোম্পানি সোডাস্ট্রিম কিনে নেয় তারা।

দীর্ঘদিন ধরে সোডাস্ট্রিমের মূল কারখানা ছিলো ফিলিস্তিনের পশ্চিম তীরে। ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও পশ্চিম তীরে ইসরাইলি দখলদারীত্বের প্রতিবাদকারীরা এটাকে কখনই মেনে নেয়নি। ফলে এক পর্যায়ে অর্থনৈতিক কারণ দেখিয়ে ২০১৫ সালে সোডাস্ট্রিম কারখানাটি পশ্চিম তীর থেকে দক্ষিণ ইসরাইলে সরিয়ে নেয়া হয়। এরপর পেপসির বিরুদ্ধে বয়কটের ডাক দেয় ফিলিস্তিনিরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news