গাজায় যুদ্ধবিরতি অন্যথায় ভোট দেব না, বাইডেনকে মুসলমানদের চিঠি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যদি ইসরায়েলের সরকারকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার জন্য প্রভাবিত না করতে পারেন, তাহলে আগামী নির্বাচনে তার পক্ষে ভোট ও তহবিলের জন্য কাজ করবেন না বলে আল্টিমেটাম দিয়েছেন তার দল ডেমোক্রেটিক পার্টির মুসলিম সদস্যরা।

ডেমোক্রেটিক পার্টির মুসলিম সদস্যদের জোট দ্য ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিল স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ‘২০২৩ যুদ্ধবিরতি আল্টিমেটাম’ নামে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। সেখানে বাইডেনের উদ্দেশে কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘(ইসরায়েলের সরকারে প্রতি) আপনার নেতৃত্বাধীন প্রশাসনের নিঃশর্ত সমর্থন, অর্থ ও সামরিক সহায়তা ফিলিস্তিনের বেসামরিক লোকজনদের ওপর পরিচালিত সহিংসতাকে স্থায়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং একই সঙ্গে গত নির্বাচনে যেসব মার্কিন মুসলিম ভোটার আপনার পক্ষে ছিলেন আপনার প্রতি তাদের আস্থা দিন দিন কমে আসছে।’

চিঠিতে বলা হয়, ‘তাই ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের সরকারকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য আপনি যদি নিজের প্রভাব ব্যবহার করা থেকে বিরত থাকেন, সেক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির মুসলিম সদস্যরা আগামী নির্বাচনে আপনার জন্য প্রচার-প্রচারণা এবং তহবিল ও ভোট সংগ্রহ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।’

 আমেরিকার মুসলমানদের ৭০ শতাংশ গত নির্বাচনে বাইডেনকে ভোট দিয়েছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news