শুক্রবার ফের ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আগামী শুক্রবার আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইসরায়েল সফরের মধ্য দিয়ে তার এ ভ্রমণ শুরু হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা নিশ্চিত করেছেন। বিবিসি, আল-জাজিরা

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ব্লিনকেন সফরে যাচ্ছেন। এরপর তিনি অঞ্চলটির অন্য জায়গাগুলোও সফর করবেন।’


গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংহতি জানাতে ইসরায়েল সফর করেছিলেন ব্লিনকেন। ওই সময় ইসরায়েল থেকে জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সফর করেছিলেন তিনি। এরপর আবারও ইসরায়েলে যান।


১৮ অক্টোবর তেল আবিবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক দিনের সফরের সময়েও তার সঙ্গে ছিলেন ব্লিনকেন। এই সফরে বাইডেন ইসরায়েল সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। 

যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় সহায়তা দানকারী রাষ্ট্র । যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ চালাতে অব্যাহতভাবে দখলদার ইহুদী দেশটিকে অস্ত্রশস্ত্রসহ সব ধরণের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, অঞ্চলটিতে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৮ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভ চলছে। ইসরায়েলি কর্মকর্তাদের হিসাব অনুসারে, ৭ অ্েক্টাবর হামাসের হামলায় ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ২৩০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news