হিজবুল্লাহর হামলায় এক সপ্তাহে দ্বিতীয় ইসরায়েলি ড্রোন ভূপাতিত
লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আরও একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের ওই ড্রোন ভূপাতিত করে গ্রুপটি। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় বারের মতো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ।
মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের মাত্রা বেড়েই চলেছে। আর এরইমধ্যে ফের ইসরায়েলি ড্রোন ভূপাতিত হওয়ার খবর সামনে এলো।
হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি ড্রোনটি ভূপাতিত করে। এই ঘটনার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য এখনও কোনও মন্তব্য করেনি।
এর আগে, গত রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রথমবারের মতো একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে হিজবুল্লাহ। সেসময় ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৫ কিমি (৩ মাইল) দূরে খিয়ামের কাছে মিসাইল দিয়ে ওই ইসরায়েলি ড্রোনটিকে আঘাত করা হয়। পরে ড্রোনটিকে বিধ্বস্ত হয়ে ইসরায়েলি ভূখণ্ডে পড়ে থাকতে দেখা য়ায়।
রয়টার্স জানায়, তিন সপ্তাহের বেশি সময় আগে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী প্রতিদিনই গুলি বিনিময় করছে। সীমান্তে এখনও পর্যন্ত ৪৬ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।
গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তের ৪২টি পয়েন্টে ৮০টিরও বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহর হামলায় তাদের অন্তত সাত সেনা নিহত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


