গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ১৬ ইসরায়েলি সেনা নিহত

গাজায় স্থল হামলারত ইসরায়েলি বাহিনীর প্রতি ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখোমুখী হয়েছে। গত বুধবার রাতে তাদের হাতে অন্তত ১৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার বিভিন্ন দিক থেকে ইসরায়েলি সেনারা গাজার অভ্যন্তরে প্রবেশ করে। সেখানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তাদের তুমুল যুদ্ধ চলছে বলে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে। এ নিয়ে গত মাসে সংঘাত শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩১।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, বুধবার গাজা সীমান্তের কাছে যুদ্ধের সময় মর্টারের গোলার আঘাতে একজন রিজার্ভ সেনা মারা গেছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় যে, আইডিএফ রাতে যুদ্ধের সময় ৯ সেনা নিহতের কথা ঘোষণা করে। পরে আরও ৬ সেনা নিহত হওয়ার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news