গাজায় আগ্রাসনে বিশ্ব বিবেক কোথায়!
এতদিন মানুষ শুনে আসছে অসির চেয়ে মসি বড়। অর্থাৎ তরবারি ক্ষমতার প্রতীক। আর ‘মসি’ অর্থাৎ লেখার জন্য ব্যবহৃত কালি জ্ঞানের প্রতীক। কিন্তু গাজায় ইসরায়েলি আগ্রাসন এসব বিবেক বোধ তছনছ করে দিচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


