গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় নিহত ১৫, আতংকিত জাতিসংঘ মহাসচিব
অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন জাতিসংঘ মহাসচিব অন্তোনি গুতেরেস। সবেমাত্র দেওয়া এক বিবৃতিতে তিনি আতংক প্রকাশ করেছেন। শুক্রবার অ্যাম্বুলেন্সে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন ফিলিস্তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গাজার আশ-শিফা হাসপাতাল প্রাঙ্গনে অ্যাম্বুলেন্সের ওপর হামলার ঘটনায় আমি আতংকিত হয়ে পড়েছি। হাসপাতালের কাছে রাস্তায় মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকার দৃশ্য অসহনীয় মর্মান্তিক।’ তিনি বলেন, ‘অবশ্যই এ হামলা বন্ধ করতে হবে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আঠ-কুদরা শুক্রবার গাজার আল-শিফা হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, অ্যাম্বুলেন্সে প্রথম হামলাটি হয় গাজা সিটিতে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন।
আশরাফ আল-কুদরা আরও বলেন, অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলার দায় স্বীকার করে দাবি করা হয়েছে যে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছিলেন। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আশরাফ আল-কুদরা।
এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আবারও সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এ ধরণের কোনো উদ্যোগে রাজী নন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


