হাসপাতালকে কোনো যুদ্ধের টার্গেট বানানো যাবে না: জাতিসংঘ
শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, হাসপাতালকে কোনোভাবেই যুদ্ধের টার্গেট বানানো যাবে না। গাজা সিটির আশ-শিফা হাসপাতালের প্রধান গেইটে অ্যাম্বুলেন্সের ওপর হামলার পর জাতিসংঘ মুখপাত্র এ মন্তব্য করেন। এ হামলায় অন্তত ১৫ জন নিহত হন।
জাতিসংঘ কি আন্তর্জাতিক আইন কার্যকর এবং স্বাস্থ্য স্থাপনায় ইসরায়েলি হামলা বন্ধের কোনো পরিকল্পনা করছে কিনা সে সম্পর্কিত আনাদোলুর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আসছি এবং যুদ্ধের কোনো পর্যায়েই হাসপাতালকে হামলার টার্গেট বানানো যাবে না।’ দুজারিচ বলেন, এর আগে জাতিসংঘ সুদান ও ইউক্রেন যুদ্ধেও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। এসব সংঘাতে কোনো ক্ষেত্রেই জাতিসংঘকে টার্গেট বানানো যাবে না।
কেবল বৈরিতা বন্ধ করার আহ্বান জানানো বা নৃশংসতার নিন্দা জানানোর মধ্যেই কি জাতিসংঘের কাজ সীমাবদ্ধ থাকবে প্রশ্নের জবাবে দুজারিচ বলেন, তিনি কেবল জাতিসংঘ মহাসচিবের পক্ষে কথা বলতে পারেন।
তিনি বলেন, আমরা প্রকাশ্যে ও গোপনে এ আহ্বান জানাতে থাকবো। দুজারিচ বলেন, জাতিসংঘের আইন বিষয়ক অন্যান্য শাখা আছে যারা এ সংঘাত বন্ধের বিষয়টি নিশ্চিত করতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


