গাজায় গণহত্যায় প্রতি ১০ মিনিটে হতাহত ৩ শিশু, একমাসে নিহত ১০০২২
গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলায় এক মাসে নিহত হয়েছেন ১০০২২ জন। এর মধ্যে ৩১০৪ জন শিশু ও ২৬৪১ জন নারী। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ সংখ্যা জানায়। জাতিসংঘ ত্রাণ ও সংস্থাপন সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় প্রতি ১০ মিনিটে ১টি শিশু নিহত ও ২টি শিশু আহত হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলার আহ্বান জানিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা এক বিবৃতিতে বলেছেন, ‘যথেষ্ট হয়েছে অবিলম্বে গাজায় মানবিক যুদ্ধবিরতি চাই’। যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে ইসরায়েল বলেছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার সময় হামাসের হাতে আটক জিম্মিদের আগে মুক্তি দিতে হবে। ওই হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত ও জিম্মি হিসেবে আরও দুই শতাধিক আটক হয়েছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘একটি পুরো জনগোষ্ঠী অবরুদ্ধ এবং হামলার মুখে রয়েছে। বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাদের বাড়ি, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল এবং মসজিদে বোমা হামলা করা হয়েছে। এটা একেবারে গ্রহণযোগ্য নয়। অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দরকার। ৩০ দিন হয়ে গেছে। যথেষ্ট হয়েছে। এই যুদ্ধ এখনই বন্ধ করা উচিত।’
ইউএনআরডব্লিউএ পরিচালিত গাজার স্কুলগুলোতে বর্তমানে ৬ লাখ ৭০ হাজার বাস্তচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। এক মাস আগে ইসরায়েলি হামলা শুরুর পর এ সংস্থাটির অন্তত ৭০ কর্মী নিহত হয়েছেন। হামলা ও বিপুল হতাহতের শিকার ক্ষদ্র ভূখন্ড গাজা উপত্যাকাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখে অবিরাম নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। সেখানকার ২৩ লাখ মানুষকে খাবার-পানি-ওষুধ-বিদ্যুতের মতো মৌলিক সব পণ্য থেকে বঞ্চিত রেখে নৃশংস হামলা ও গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


