জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি নয়, জ্বালানি দেওয়া হবে না : নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা এক মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১০ হাজার তিনশ’রও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এক মাসেরও বেশি সময় ধরে গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করে রেখেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনি নাগরিকরা খাদ্য, জ্বালানি, খাবার পানি ও ওষুধের সংকটে পড়েছেন। দিনে দিনে যুদ্ধবিরতি কার্যকরের দাবিও জোরালো হয়েছে।

তবে হামাস জিম্মি বিন্দিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি হবে না বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রাখারও কথা জানিয়েছেন তিনি। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের বন্দিদের মুক্তি ছাড়া গাজায় পেট্রোল প্রবেশ বা যুদ্ধবিরতি হবে না।’

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজার এতো গভীরে পৌঁছে যাচ্ছে যা ‘হামাস কখনও কল্পনাও করেনি’। তার দাবি, ‘গাজা শহর ঘিরে ফেলা হয়েছে। আমরা প্রতি ঘণ্টায় প্রতিদিন হামাসের ওপর চাপ বাড়াচ্ছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news