হামাসের হামলায় ইসরায়েলের ১৩৬ সামরিকযান ধ্বংস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কুদস আল-কাসাম ব্রিগেডস বলেছে, তারা স্থল হামলা শুরুর পর এ পর্যন্তু ইসরায়েলের ১৩৬ টি সামরিক যান ধ্বংস করেছে। গ্রুপটি আরও দাবি করেছে যে, ইসরায়েল বিদেশি জিম্মিদের মুক্তির পথে বাঁধা সৃষ্ঠি করছে।

আল-কাসাম ব্রিগেডসএর মুখপাত্র আবু উবায়দা হামাসের সঙ্গে সংশ্লিষ্ট আল-আকসা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের কাছে ইসরায়েলে ১৩৬টি সামরিক যান ধ্বংসের তথ্যপ্রমাণ আছে। স্থল হামলা শুরুর পর তাদের যোদ্ধাদের হামলায় এগুলো পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে।

তিনি বলেন, দুশমন (ইসরায়েল) বিমান হামলা তীব্রতর করে ও গণহত্যা চালানোর মাধ্যমে আমাদের হাতে আটক বিদেশি জিম্মিদের মুক্তিতে বাঁধা সৃষ্টি করছে। আমরা কয়েক দিন আগেই তাদেরকে মুক্তি দিতে চেয়েছিলাম।

আবু ওবায়দা বলেন, আমাদের মূল উদ্দেশ্য হল যুদ্ধবন্দি বিনিময়ের একটি ব্যাপকভিত্তিক চুক্তি করা। তা একবারে হতে পারে, অথবা অংশিক বা গ্রুপ গ্রুপ করে বিনিময় হতে পারে। আমাদের হাতে  নারী, বয়স্ক ও দুর্বল স্বাস্থ্যের অধিকারী বন্দিরা রয়েছেন। দখলদার ইসরায়েলের কারাগারেও অনুরূপ বন্দি রয়েছে।

অপারেশন আল-আকসা ফ্লাড অভিযানকালে হামাস ২৪২ ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসে। ইসরায়েলের কারাগারে প্রায় ৬ হাজার ফিলিস্তিনি বন্দি আটক রয়েছে। গত ৭ অক্টোবর হামাসের ওইঅতর্কিত অভিযানে ১৪০০ ইসরায়েলি নিহত হন। সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার তিনশ’ ছাড়িয়ে গেছে, যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে আবু উবেইদা বলেন, ‘ইসরায়েলি বাহিনীর বিধ্বংসী হামলা ও ধ্বংসলীলা সত্ত্বেও আল-কাসাম ব্রিগেডসের যোদ্ধারা এখনও তাদের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে  এবং পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে এই লড়াই চলছে। এটা চলতেই থাকবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news