ইসরায়েলি সেনাদের হামলায় পশ্চিম তীরের জেনিনে ২ ফিলিস্তিনি নিহত

 ইসরায়েলি সেনাবাহিনী শনিবার হামলা চালিয়ে অধিকৃত পশ্চিম তীরের জেনিন উদ্বাস্তু শিবিরের অবকাঠামো, সড়ক ও বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এ সময় নিহত হয়েছে ফিলিস্তিনি তরুণ ভিসাম হামরান (২২) ও আমির আরকাভি (২৩)। সূত্র: আনাদোলু

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনী বিভিন্ন দিক থেকে জেনিনে প্রবেশ করে সেখানকার অবকাঠামোয় ব্যাপক তান্ডব চালায়। ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সেখানে গুলিবিনিময়েরও ঘটনা ঘটে।

গত ৭ অক্টোবরের পর পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী ও ইহুদী বসতিস্থাপনকারীদের হামলা ব্যাপক বেড়েছে। এতে অন্তত ১৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই হাজার ফিলিস্তিনি।

এ ছাড়া উপত্যাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news