ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তি আলোচনা বাতিল ঘোষণা হামাসের
অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা হাসপাতালে হামলা চালানোর ঘটনায় ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তি আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
গত কয়েক দিন ধরে আল-শিফা হাসপাতালের ভেতর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলের দাবি এ হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে। যদিও হামাস সবসময় এ ইসরায়েলি দাবি মিথ্যা বলে প্রত্যাখ্যান করে আসছে। ইসরায়েল তার এ দাবির পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেনি।
এর আগে রোববার সকালে ইসরায়েলের তিনটি টিভি চ্যানেল জানায়, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মধ্য থেকে ৫০ থেকে ১০০ জনকে ছেড়ে দিতে পারে এবং এ ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছিল বলেও জানিয়েছিল গণমাধ্যমগুলো।
ইসরায়েলি টিভির খবরে আরও জানানো হয়, হামাস জিম্মিদের মুক্তি দিলে ইসরায়েল তাদের কারাগারে অবৈধভাবে বন্দি থাকা কিছু সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানিও প্রবেশ করতে দেবে তারা। তবে এ চুক্তির পরও ইসরায়েল চাইলে গাজায় হামলা অব্যাহত রাখতে পারবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সেনাঘাঁটি ও ইহুদী বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় ১২০০ ইসরায়েলিকে নিহত এবং ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে।। এরমধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জনকে মুক্তি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


