গাজায় আশ-শিফা হাসপাতালে ৭ নবজাতকসহ ৩৪ রোগীর মৃত্যু

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও জ্বালানি সংকটের কারণে ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। জ্বালানিসংকটে জেনারেটর বন্ধ থাকায় সেখানকার সবচেয়ে বড় হাসপাতালসহ সব হাসপাতালে একের পর এক রোগী মারা যাচ্ছে।

স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় এবং যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গাজায় হতাহতের হালনাগাদ তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত শনিবার পর্যন্ত দেওয়া তথ্যে গাজায় ১১ হাজার ১৮০ জন  নিহত হয়েছেন যাদের মধ্যে আট হাজারই নারী ও শিশু।

গত সোমবার হামাস সরকারের উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু রিশ এএফপিকে বলেন, জ্বালানিসংকটের কারণে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার থেকে আশশিফা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ২৭ জন প্রাপ্তবয়স্ক আর ৭ নবজাতকের মৃত্যু হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news