ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যেই মুষলধারে বৃষ্টি
দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলার মধ্যেই গাজায় মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এ বৃষ্টিতে উপত্যকার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। ঘর-বাড়ি হারা খোলা জায়গায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। গাজার দক্ষিণাঞ্চলে আশ্রয়গ্রহণকারী হাজার হাজার ফিলিস্তিনির তাঁবুতে প্রবেশ করেছে বৃষ্টির পানি।
এছাড়া বৃষ্টির কারণে শুরু হওয়া শীতেও কষ্ট পাচ্ছেন বাস্তুচ্যুত এসব মানুষ। তাদের বেশিরভাগের কাছেই গরম কাপড়-চোপড় নেই। বিদ্যুৎ সংযোগ না থাকায় নিজেদের উষ্ণ রাখার কোনো উপায়ও তাদের কাছে নেই।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর জীবন বাঁচাতে উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মানুষ দক্ষিণাঞ্চলে চলে এসেছেন। তাদের অনেকেই জাতিসংঘের স্কুল বা হাসপাতালে আশ্রয় নিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের কাছে অর্থও নেই। তারা যে উষ্ণ কাপড়সহ প্রয়োজনীয় জিনিস কিনবেন সেই সুযোগও নেই।
ইসরায়েলিদের হামলার মধ্যেই বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় এখন আরও কষ্টের মধ্যে পড়বেন সাধারণ মানুষ। আর তাদের এ দুর্ভোগ কবে শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। কারণ এক মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


