গাজার হাসপাতালের অভ্যন্তরের বেসামরিক লোকদের রক্ষায় জেনেভা সনদ কি বলছে
ফিলিস্তিনি কর্র্তৃপক্ষ গাজায় গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। কয়েকদিন ধরে গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফা হাসপাতাল কমপ্লেক্সে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বুধবার (১৫ নভেম্বর) হাসপাতালের অভ্যন্তরে ঢুকে পড়ে হামলা চালাচ্ছে দখলদার সেনারা।
কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আরদি ইমসেইস আল-জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, হামাস যে হাসপাতালকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এমন দাবির স্বপক্ষে ইসরায়েলকেই তথ্য-প্রমাণ হাজির করতে হবে।
হাসপাতালে হামলা প্রসঙ্গে বলেছেন, এটি একটি বেসামরিক লক্ষ্যবস্তু। এটি যে সামরিক বস্তুতে রূপান্তরিত করা হয়েছে তার স্বপক্ষে সুস্পষ্ট তথ্য-প্রমাণ হাজির না করা পর্যন্তু এর অসামরিক প্রকৃতির কোন পরিবর্তন হবে না। তিনি বলেন, এখন পর্যন্তু ইসরায়েল তার দাবির স্বপক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি।
হাসপাতালে হামলার ব্যাপারে জেনেভা সনদে কি বলা হয়েছে প্রশ্নের জবাবে ইমসেইস বলেছেন, এ সনদ অনুযায়ী অসামরিক হাসপাতালের সুরক্ষা অবশ্যই প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্তু তা তার মানবিক কাজ বাদ দিয়ে শত্রুর জন্য ক্ষতিকর কোন কিছু না করা পর্যন্তু তার এ সুরক্ষাদান কোনভাবে বন্ধ করা যাবে না।
এ সনদে বলা হয়েছে, ধরণের কোন প্রতিষ্ঠানকে হুঁশিয়ার করে দিতে হবে। এরপর সে জন্যে সঠিক ঘটনাগুলোর নাম উল্লেখপূর্বক তা বন্ধ করতে একটি যৌক্তিক সময়সীমা বেধে দিতে হবে। এ হুঁশিয়ারিতে কোন কান না দিলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির সুরক্ষা বন্ধ হতে পারে।
সশস্ত্র বাহিনীর অসুস্থ বা আহত সদস্যদের হাসপাতালে সেবা দান অথবা এ ধরণের যোদ্ধাদের কাছ থেকে নেওয়া ছোটখাট অস্ত্র ও গোলাবারূদ যথাযথ কর্তৃপক্ষকে না দেওয়ার মতো কাজাকে শত্রুর জন্য ক্ষতিকারক বলে গণ্য করা হবে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


