গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১২ হাজার, আহত ৩০৫৭০
ইসরায়েলি বাহিনী গত ৪২ দিনের টানা নৃশংস বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই নিহতদের মধ্যে অন্তত ৫ হাজার ও ৩৩০০ নারী। এ সময় আহত হযেছেন ৩০ হাজার ৫৭০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।
এ ছাড়া গাজায় এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৫৭০ জন মানুষ। এই নিখোঁজদের মধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন শিশু। ইসরায়েলি হামলার কারণে ধ্বংসস্তুপের নীচ থেকে লাশ তোলা সম্ভব হচ্ছে না। এতে প্রকৃত নিহতের সংখ্যা জানা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এ মন্ত্রণালয়।


