কাতারের আমির ও বাইডেন ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের হাতে জিম্মি হিসেবে আটক ইসরায়েলিদের মুক্তি এবং উপত্যকার পরিস্থিতি নিয়ে ফোনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনা করেছেন শুক্রবার। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বাইডেন বলেছেন, সামনের দিনগুলোতেও এসব ইস্যুতে কাতারের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে চায় যুক্তরাষ্ট্র। গত ৭ অক্টোবর গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামাস যোদ্ধারা ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা। জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যুক্ত হয় স্থল বাহিনীও।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ ইসরায়েলি। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন ১২ হাজারের বেশি ফিলিস্তিনি। এরমধ্যে ৫০০০ শিশু। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news