নায়াগ্রা জলপ্রপাতের কাছে গাড়ি বিস্ফোরণ নিহত ২

যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তবর্তী নায়াগ্রা ফলসের কাছে এক গাড়ি বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, জলপ্রপাত এলাকায় দুই দেশের সেতুর আমেরিকান দিকের চেকপয়েন্টে এ বিস্ফোরণ ঘটে।

বুধবার (২২ নভেম্বর) এ বিস্ফোরণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি সীমান্তের উভয় পাশেই উদ্বেগ সৃষ্টি করেছে।

এই বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কর্মকর্তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। অন্যদিকে হোয়াইট হাউজ বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন, ‘ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন’।

রেইনবো ব্রিজে নামে পরিচিতি ওই সেতুতে বিস্ফোরণের পর নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে চারটি সেতুর সবগুলোই বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যাওয়া-আসার পথ বন্ধ হয়ে গেছে। স্থানীয় পুলিশ ছাড়াও মার্কিন অপরাধ তদন্তের শীর্ষ সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই দ্রুত তদন্ত শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম ছুটির দিন ‘থ্যাংকস গিভিং ডে’র একদিন আগে এ ঘটনা ঘটল। এ সময় নায়াগ্রা ফলসের মতো পর্যটন এলাকায় লোকসমাগম অন্য সময়ের তুলনায় অনেকগুণ বেড়ে যায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news