যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বুধবার এ ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলার সময় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইউনিভার্সিটি অব নেভাদায় এই গুলির ঘটনার ব্যাপারে লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রযেছে।
কর্তৃপক্ষ সিএনএনকে জানায়, তারা সন্দেহভাজন বন্দুকধারীর নাম জানে। তার বয়স ৬৭ বছর এবং পেশায় একজন কলেজ প্রফেসর। তবে তার স্বজনদের জানানোর আগে তারা তার নাম প্রকাশ করা হবে না। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্দেহভাজন হামলাকারীর সংযোগের বিষয়ে পুলিশ অবশ্য কিছু জানে না।
স্থানীয় সম্প্রচারমাধ্যম কেভিভিইউকে একজন মহিলা বলেছেন, তিনি বেশ কয়েকবার প্রচণ্ড শব্দ শুনেছেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভবনের বেসমেন্টে লুকিয়ে যান। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। সকালের নাশতা খাওয়ার পরই তিনি বোমা বিস্ফোরণের মতো তিনটি শব্দ শুনতে পান বলে জানান।
গোলাগুলির পর পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোয় তল্লাশি চালিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। লাস ভেগাসে প্রতিবছর লাখ লাখ পর্যটক যান। নেভাদার বিশ্ববিদ্যালয়টি পর্যটকদের সমাগমস্থলের কাছেই অবস্থিত।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, ২০১৭ সালে একটি সংগীত উৎসবে এক বন্দুকধারীর গুলিতে ৬০ জন নিহত হন। চলতি বছর যুক্তরাষ্ট্রে ৬০০টিরও বেশি গুলির ঘটনা ঘটেছে।


