আমরা মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরোধী: পুতিন

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার ও স্বচ্ছ। আমরা সব সময় ও স্পষ্টভাবে মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরোধিতা করেছি। অন্যদিকে এ বিষয়ে বিদ্যমান সব চুক্তি মেনে চলতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

আলজাজিরা জানায়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের মতো রাশিয়াও তার মহাকাশ সক্ষমতার শুধু উন্নয়ন ঘটিয়েছে। তারা (পশ্চিমা দেশগুলো) এটা জানেও।’

এ বিষয়ে সের্গেই শোইগু বলেন, ‘মহাকাশে আমরা কোনো পারমাণবিক অস্ত্র বা এর কোনো উপকরণ মোতায়েন করিনি, যা স্যাটেলাইট ধ্বংস বা স্যাটেলাইট ঠিকভাবে কাজ না করার ক্ষেত্র তৈরি করতে পারে।’

গত সপ্তাহে হোয়াইট হাউস দাবি করে, রাশিয়া উপগ্রহবিধ্বংসী অস্ত্র তৈরির এক সক্ষমতা অর্জন করেছে।

আলজাজিরা জানায়, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, রাশিয়ার ওই তৎপরতা মহাকাশসংক্রান্ত আন্তর্জাতিক ‘আউটার স্পেশ ট্রিটি’ লঙ্ঘন করবে। তবে এ অস্ত্র পারমাণবিক সক্ষমতাসম্পন্ন কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

news