ফোনে দুই চালক খেলা দেখায় ঘটে দুই ট্রেনের সংঘর্ষ!

২০২৩ সালের ২৯ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হয় ১৪ জন, আহত অন্য ৫০ যাত্রী।

আনন্দবাজার ও হিন্দুস্তানটাইমস জানায়, শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেছেন, রায়গড় ট্রেনের চালক এবং সহ-চালক মোবাইল ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা।

২৯ অক্টোবর সন্ধ্যা ৭টা নাগাদ হাওড়া-চেন্নাই লাইনে রায়গড় যাত্রীবাহী ট্রেন ধাক্কা মারে বিশাখাপত্তনম পালসা ট্রেনটিকে।
 
শনিবার রেল সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলছিলেন মন্ত্রী। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘‘সম্প্রতি অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনাটি হয়েছিল কারণ, ওই সময় একটি ক্রিকেট ম্যাচ চলছিল। চালক তাতেই মন দিয়েছিলেন। গাড়ি থেকে তাঁর নজর সরে গিয়েছিল। আমরা এমন একটি প্রযুক্তি চালু করছি, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।’’

রেলমন্ত্রী জানিয়েছেন, নতুন প্রযুক্তি চালক এবং সহ-চালককে মনঃসংযোগ হারাতে দেবে না। যদি তাঁরা অন্য দিকে নজর দেন, প্রযুক্তি তাঁদের সজাগ করে দেবে। চালক যাতে ট্রেনের গতিবিধির দিকেই সম্পূর্ণ নজর রাখতে পারেন, নতুন প্রযুক্তি তা নিশ্চিত করবে।

রেলমন্ত্রী আরও জানান, ট্রেনে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থার উপরেই বেশি জোর দিচ্ছেন তাঁরা। যে কোনও রকমের দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ করা হচ্ছে। প্রতি দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে তা নির্মূল করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

news