অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস

ক্যাপিটল হিলে কয়েক মাস ধরে অচলাবস্থা চলার পর উভয়পক্ষের সম্মতিক্রমে মঙ্গলবার ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য এ বিপুল সহায়তা বিল পাস হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে এ বিলটি এখন আইনে পরিণত হবে। বাইডেনের জন্য বিলটি পাস গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হচ্ছে।

চূড়ান্ত ভোটাভুটিতে বিলটি ৭৬-১৮ ভোটে পাস হয়। ১৫ জন রিপাবলিকান ও তিন জন ডেমোক্রেট বিলটির বিপক্ষে ভোট দেন। পক্ষে ভোট দেন ৪৮ জন ডেমোক্রেট ও ৩১ জন রিপাবলিকান।

শনিবারের কংগ্রেসের এক বিরল অধিবেশনে চারটি পৃথক বিলের ওপর ভোট অনুষ্ঠিত হয়। এতে ইউক্রেনের জন্য ৬১০০ কোটি ডলার, ইসরায়েলের জন্য ২৬০০ কোটি ডলার এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ৮০০ কোটি ডলার সহায়তা অনুমোদন করা হয়েছে।

প্রথম তিনটি বিল একই ধরণের। চলতি বছরের প্রথম দিকে পাস হয়। স্পিকার মাইক জনসন প্রথমে কংগ্রেসে এসব বিল উত্থাপন করতে অস্বীকার করেছিলেন।

চতুর্থ বিলটি হল রশিয়ার সম্পদের ওপর অবরোধ জোরদার করা এবং যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার পথ সুগম করা। এতে টিকটক কোম্পানিকে এই অ্যাপটি বিক্রির জন্য ৯ মাস সময় দেওয়া হয়। এরমধ্যে তা না করলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news