বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি গাজাবাসির কৃতজ্ঞতা

বাস্তুচ্যূত ফিলিস্তিনিরা গাজার পক্ষে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

গাজার রাফাহতে বাস্তুচ্যূত ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সংহতি প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানায় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাফাহ আল-কুদস শরণার্থী শিবিরের বাস্তচ্যূত ফিলিস্তিনিরা তাদের তাঁবুগুলোতে তাদের এ কৃতজ্ঞতার বার্তা লিখেন। তারা লিখেন, ‘আপনাদের সংহতির বার্তা তাদের কাছে পৌঁছেছে।’

শিবিরটির পরিচালক তাকফির হামাদ বলেন, ‘গণমাধ্যমের খবর দেকে তারা এই সংহতির বার্তা লেখার ধারণা লাভ করেছেন। আমাদের প্রতি বিশ্বের শিক্ষার্থীদের বিশেষ করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন, তাদের মানবিকতা, তাদের সুহৃদয়তা, তাদের সহানুভূতি ও সমবেদনায় আমরা আপ্লুত।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি তাদের (শিক্ষার্থীদের) সমর্থনে বিশ্ব  ঐক্যবদ্ধভাবে তাদের পাশে এসে দাঁড়াবে। তাদেরকে গ্রেপ্তার বা বন্দি করবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news