সাংবাদিকদের সঙ্গে ডিনারে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এড়িয়ে গেলেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ডিসির একটি হোটেলের সামনে ফিলিস্তিনিপন্থী এক বিরাট বিক্ষোভ-সমাবেশে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে হোয়াইট হাউসের সংবাদদাতাদের সমিতির ডিনারের আয়োজন করা হয়েছিল।
বাইডেন সেখানে পেছনের দরজা দিয়ে ওয়াশিংটন হিল্টন হোটেলে প্রবেশ করেন। সেখানেও ছোট একটি বিক্ষোভকারীদের মুখোমুখি হন। তারা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান।
তৃণমূল আন্দোলন কোডপিংক নিকটবর্তী পার্ক থেকে মিছিল নিয়ে সেখানে যায়।কোডপিংক তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘মার্কিন গণমাধ্যম ফিলিস্তিনি বিরোধী নানা কাহিনী প্রচার করছে এবং ইসরায়েলের যুদ্ধ অপরাধ উপেক্ষা করছে।’
শনিবার রাতে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচনী বছরের ভাষণ দেন বাইডেন। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের প্রেক্ষাপটে তার এ ভাষণের আয়োজন করা হয়েছে। গাজায় ইসরায়েলে হামলায় অন্তত ৩৪৩৮৮ জন নিহত এবং ৭৭৪৩৭ জন আহত হয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস ও তার স্বামী ডগলাস ইমহোফও এই অনুষ্ঠানে যোগদান করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


