আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনকে নেতানিয়াহুর অনুরোধ
মার্কিন নিউজ পোর্টাল এক্সিওস জানায়, যুক্তরাষ্ট্রের উভয় দলের আইনপ্রণেতারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিরু্েদ্ধ কোন ব্যবস্থা নেওয়া হলে তারা আইসিসির বিরুদ্ধে পাল্টা কঠোর ব্যবস্থা নেবেন।
দুইটি ইসরায়েলি সরকারি সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের জন্য দায়ী সিনিয়র ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি ঠেকাতে নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছেন।
গাজায় যুদ্ধাপরাধের জন্য আইসিসি বিচারের জন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে তাদের মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, নিরাপত্তামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও সেনাপ্রধান হারজি হালেভি।
জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে টেলিফোনে বাইডেনের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু তাকে এ অনুরোধ জানান।
আইসিসি ২০১৪ সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধ তদন্ত করছে কিন্তু এখন পর্যন্তু দেশটির কোন কর্মকর্তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করেনি।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের বিষয় এক্সিওসকে জানাতে অস্বীকার করেন। তবে তিনি বলেন, আমার অনেকবার প্রকাশ্যে বলেছি গাজার যুদ্ধাপরাধ নিয়ে ব্যবস্থা গ্রহনের কোন এখতিয়ার আইসিসির নেই এবং এ ব্যাপারে আমরা আইসিসির কোন তদন্তকে সমর্থন করি না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


