হামাসকে সহযোগিতার ইসরায়েলি অভিযোগের নিন্দা জাতিসংঘ মহাসচিবের 

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধের ব্যাপারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব সংস্থার অবস্থান নিয়ে ইসরায়েল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। জাতিসংঘ মহাসচির এন্তোনিও গুতেরেস একথা বলেছেন।

মঙ্গলবার তথ্যের যথার্থতা সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি একই সূত্র থেকে বহুবার শুনেছি, ‘আমি কখনো হামাসের সমালোচনা করিনি, কখনো হামাসকে নিন্দা করিনি, তাই আমি হামাসের একজন সমর্থক।’

জাতিসংঘ মহাসচিব অবশ্য তার বক্তব্যে স্পষ্টভাবে ইসরায়েলের নাম উল্লেখ না করলেও তিনি যে গত এক বছর ধরে ইসরায়েল সরকারের অবিরাম অভিযোগের বিষয়ে একথা বলেছেন তা বোধগম্য। তেল আবিব বলছে, গুতেরেস ও জাতিসংঘকে হামাসের সমর্থন করছে এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে।

গুতেরেস বলেন, ‘আমি হামাসকে ১০২ বার নিন্দা করেছি। এর মধ্যে ৫১টি ছিল আনুষ্ঠানিক বক্তৃতায়। বিভিন্ন সামাজিক মঞ্চে অন্যসব নিন্দা জানিয়েছি।’ তিনি ইসরায়েলের অভিযোগকে অস্বীকার করে বলেন, ‘সব সময়ই অবশেষে সত্যই জয়ী হয়।’

গুতেরেসের নিন্দা ও মন্তব্যের পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরডান দাবি করেন যে, তার কর্মকান্ডের বিপরিতে এসবকে অন্তসারশুণ্য কথা বলে মনে হয়। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের একমাত্র লক্ষ্য হল এ যুদ্ধে হামাসকে বাঁচিয়ে রাখা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news