গাজায় অমানবিক পরিস্থিতিতে ফিলিস্তিনিরা 

আল-জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজা সিটির একটি জনাকীর্ণ উদ্ধার কেন্দ্র এবং খান ইউনুসের বাস্তুচ্যূত লোকদের শিবিরে হামলা হামলা চালিয়েছে। 

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এ হামলায় তিন জন নিহত হয়েছেন এবং উত্তর গাজার বেইত লাহিয়ায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপে নীচে চাপা পড়া জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

ত্রাণ সংস্থা মারসি এইড গ্রুপ বলেছে, গাজার মানুষ এক অবর্ণনীয় অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। অসহনীয় গরম থেকে বাঁচতে অঞ্চলটির একতৃতীয়াংশ মানুষ আবর্জনা ব্যবহার করছে। 

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, লেবানন-ইসরায়েল সীমান্তের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র জরুরী ভিত্তিতে একটি কূটনৈতিক চুক্তি চুক্তিতে পৌঁছুনোর চেষ্টা করছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ২৭৫তম দিন বুধবার(২৬জুন)। এতে উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ৩৭,৬৫৮ জন এবং আহত হয়েছেন ৮৬,২৩৭ জন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news